Loading...

Terms & Condition

বর্ণ ফ্যাশন একটি ই-কমার্স প্রতিষ্ঠান যা একইসাথে নিজস্ব ফ্যাক্টরীতে উৎপাদিত এবং সরবরাহকৃত পণ্য পাইকারি ও খুচরা বিক্রয় করে থাকে। 

 

ট্রেডলাইসেন্স – কুতুবপুর ইউনিয়ন পরিষদ, নারায়ণগঞ্জ-১৫০০৮

 

 

(১) তথ্য নিরাপত্তা

বর্ণ ফ্যাশন আপনাকে নিশ্চিত করছে যে, আপনার প্রদত্ত কোন তথ্য বর্ণ ফ্যাশন এর ট্যাকনিক্যাল মেম্বার  ব্যতীত অন্য কোন থার্ড পার্টি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট হস্তান্তর করেনা। তবে কোনরূপ প্রযুক্তিগত সমস্যা যেমন, হ্যাকিং বা জালিয়াতির শিকার হয়ে তথ্য তৃতীয় পক্ষের নিকটে গেলে সেটির জন্য বর্ণ ফ্যাশন দায়ী থাকবে এবং দক্ষ ট্যাকনিক্যাল টিম এর সাহায্যে সম্পুর্ণ রুপে সমাধান এর চেস্টা করা হবে, এবং সেক্ষেত্রে তথ্য প্রদান করার প্রয়োজন হলে, আশা করছি আপনারা সাথে থাকবেন। 

 

(২) একক মালিকাধিন। 

বর্ণ ফ্যাশন সম্পুর্ন নিজস্ব কারখানায় উৎপাদিত সম্পুর্ন নিজস্ব মাধ্যমে বাজারজাত করে থাকে, তাই এর যেকোন ডিজাইন কপি করা সম্পুর্ণ আইনত অপরাধ। এই রকম কোন তথ্য পেলে আমাদের সহয়তা করবেন এবং আমরা যথাযথ ব্যবস্থা গ্রহন করব।  

 

(৩) বিভ্রান্তকর তথ্য

ব্যবহারকারী কর্তৃক কোনরূপ ভুল তথ্য প্রদানের মাধ্যমে তৃতীয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বিভ্রান্তবা বিরক্ত করলে সেটির দায়ভার বর্ণ ফ্যাশন গ্রহণ করবে না। অর্ডারের ক্ষেত্রে ব্যবহারকারী সঠিক তথ্য প্রদানকরতে হবে।

 

(৪) থার্ড পার্টি লিংক

এই ওয়েবসাইটে প্রয়োজনানুসারে থার্ড পার্টি লিংক (যেমন- ইউটিউব, ফেইসবুক ইত্যাদি) ব্যবহার করা হতে পারে।ব্যবহারকারীকে অনুরোধ করা হচ্ছে, এই ওয়েবসাইটের মধ্যে কোন লিংকে ক্লিক করে ব্যক্তিগত কোন তথ্য সেখানে প্রদান না করার জন্য।এক্ষেত্রে বর্ণ ফ্যাশন কোনরূপ দায়ী থাকবে না।

 

(৫) পণ্যের মূল্য এবং অফার

বর্ণ ফ্যাশন কোনরূপ পূর্ব ঘোষণা বা বিজ্ঞপ্তি ছাড়াই যে কোন অফার পরিবর্তন বা বন্ধ করতে পারবে। একইজাতীয় ভিন্ন ব্যাচের পণ্যে সর্বোচ্চ খুচরা মূল্য যেকোন সময় বৃদ্ধি করতে পারবে। কেননা কাঁচামালের মূল্য যেকোন সময় পরিবর্তনশীল। এছাড়া পণ্যের মান উন্নয়নের জন্য একই জাতীয় পণ্যের আপডেটেট ভার্সনে মূল্য পরিবর্তন হতে পারে।

 

(৭) আইনসঙ্গত নয়, আমাদের এমন কোন বিষয় আপনি অবগত হলে অনুগ্রহ করে আমাদেরকে অবহিত করুন। এক্ষেত্রে আমাদেরকে ইমেইল করতে পারেন [email protected]

 

উপরোক্তশর্তাবলী মেনে আপনি এইওয়েবসাইটটি ব্যবহার করছেন।

 

আপনাকে অসংখ্য ধন্যবাদ